চৌগাছায় বাঁচতে শেখার উদ্যোগে মানববন্ধন

যশোরের চৌগাছায় বাঁচতে শেখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরনে সংশ্লিষ্ঠ প্রশাসনের দ্রæত ও সময়পযোগী পদক্ষেপ গ্রহনের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় স্বাধীনতা ভাস্কার্য মোড়ে মানববন্ধন শুরু হয়ে তা ঘন্টাব্যাপী চলে। এর আগে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঁচতে শেখার প্রকল্প সমন্বয়কারী এ্যাড. এম.কে মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. আঞ্জেলা গমেজ।
আরও পড়ুন: শিবগঞ্জে সাংবাদিকদের প্রতিবাদ সভা

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্র্যাকের সমাজ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি জহুরা বেগম, আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আশরাফ। এ সময় বাঁচতে শেখার রাশিদা বেগম, রোজিনা খাতুন, জাফর ইকবাল, ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি, ব্র্যাকের প্রতিনিধিসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দেশদর্পণ/এমআই/এসজে