রায়পুরে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 লক্ষীপুরের রায়পুর উপজেলাসহ ২৩টি উপজেলা ও ৭টি জেলার শতভাগ বিদ্যুতায়ন’র শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে র্কমর্কতা, জনপ্রতিনিধি ও সুধীবৃন্দের উপস্থিতিতে গণভবন থেকে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আরও পড়ুন: যুবা টাইগারদের অভিনন্দন জানিয়ে জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউজ্জামান ভূঁইয়া, সিভিল সার্জন আব্দুল গফফার, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, উপজেলা নির্বাহী অফিসার সাবরনি চৌধুরী, পল্লী বিদ্যুৎ এর জিএম শাহাজাহান কবির ও রায়পুর উপজেলার ডিজিএম শেখ মনোয়ার মোরশেদ প্রমুখ।

রায়পুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম শেখ মনোয়ার মোরশেদ জানান, রায়পুর উপজেলায় পৌরসভাসহ ১০টি ইউনিয়নের সকল পরিবার বিদ্যুৎ পেয়েছেন। কোনো পরিবার বাকী থাকলে অফেিস পাঠেিয় দিলে তাকে দ্রæত বিদ্যুৎ দেওয়া হবে। ১৯৫ কোটি টাকা ব্যয়ে ৬০টি গ্রামে দুইটি উপ কেন্দ্রের মাধ্যমে ২৫ এমবিএ ১২৯৬ কি.মি. লাইনে ৮২,৫২০টি সংযোগ প্রধান করা হয়েছে।

দেশদর্পণ/একে/এসজে