ইসকন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র লিটন

রাজশাহীতে ১৮ তলা বিশিষ্ট নবনির্মিতব্য শ্রী শ্রী দিগম্বর জৈনঠাকুর মন্দির বাড়ি (ইস্কন মন্দির) এর শিলান্যাস (ভিত্তি প্রস্তর স্থাপন) করা হয়েছে।

সোমবার দুপুরে নগরীর রেশমপট্টিতে রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)।

ভিত্তিপ্রস্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টানসহ সবাই মিলে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে। এখন সবাই একসাথে দেশের উন্নয়ন করছি। অনুষ্ঠানে মেয়র ইস্কন মন্দির নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ^াস প্রদান করেন।
আরও পড়ুন: জনগণের মধ্য থেকে পুলিশ-ভীতি দূর করতে হবে: আইজিপি

অনুষ্ঠানে ইস্কনের অধ্যক্ষ রামেশ^র গৌর দাস ব্রক্ষচারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলার বাগমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি শ্রী অনিল কুমার সরকার, রুয়েটের প্রফেসর ড. নিরেন্দ্রনাথ মুস্তফী, ব্যবসায়ী আনন্দ কুমার সেরওয়াগী জৈন প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন ভারত মায়াপুর ইস্কন সন্ন্যাসী শ্রীশ্রীমৎ ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজ, বাংলাদেশ ইস্কন এর সহসভাপতি শ্রীশ্রীমৎ ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ ও সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রক্ষচারী।

দেশদর্পণ/এমআরআর/এসজে