জীবননগরে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার পাঁকা গ্রাম থেকে ২৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী যুবককে গ্রেফতার করেছেন পুলিশ।

গ্রেফতার মাদক ব্যাবসায়ীরা হচ্ছে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামের জামাত আলীর ছেলে আল আমিন (২৭) ও কৃষ্ণপুর গ্রামের রাজ্জাক আলীর ছেলে রনি হোসেন (২২)।
আরও পড়ুন: কোটচাঁদপুরে আলমসাধুর ধাক্কায় শিক্ষার্থীর পা বিছিন্ন

পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আনিসুর রহমান, এএসআই বাদশা আলমগীর ও এএসআই নুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামে অভিযান পরিচালনা করে ১০ই ফেব্রুয়ারি সোমবার দুপুরে আল আমিন ও রনি নামের দুই মাদক ব্যাবসায়ী যুবককে ২৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।

ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন, ফেনসিডিলসহ গ্রেফতারকৃত দুই মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু হচ্ছে। তিনি আরো জানান,মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

দেশদর্পণ/টিআর/এসজে