রাবি শেখ রাসেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শেখ রাসেল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল মাঠে বেলুন-ফেস্টুন ও পতাকা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।

দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় ২৫টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে ডিসপ্লেও প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: রাবি কর্মচারীদের প্রশাসন ভবন ঘেরাও

স্কুলের সহকারী শিক্ষক দেবশ্রী মন্ডল ও রুম্মান বেগমের দ্বৈত স ালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিসাইয়া মেহ্জাবীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আবুল হাসান চৌধুরী। অন্যদের মধ্য বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. হুমায়ুন কবীরসহ শিক্ষার্থীদের অভিভাকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিদের হাতে উপ-উপাচার্যদ্বয়ের পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষে হয়।

দেশদর্পণ/এএসএস/এসজে