চাকুরির প্রস্তুতি- ইংরেজি

সামনে বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষা আছে। আর এজন্য আপনাদের জন্য আমাদের আয়োজন কিভাবে ইংরেজিতে প্রস্তুতি নিবেন। আজ থাকছে ইংরেজি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান আপনাদের মাঝে আজ তুলে ধরছেন চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি বিষয়।

Number: (সকল উদাহরণের বাম দিকে একবচন আর ডান দিকে বহুবচন বিবেচনা করুন)

১) Foreign plural- (পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই নিয়মটি)। ফরেন বহুবচনের প্রকৃত অর্থে কোন নিয়ম নেই। এগুলো মুখস্থ রাখতে হবে। তবে, মনে রাখার জন্য নিচের বিষয়ে নজর দিন:

**শব্দের শেষে um, ion, on থাকলে এগুলো উঠে গিয়ে বহুবচনে শেষে শুধু a হয়, যেমন: datum=data, criterion=criteria, erratum=errata, agendum=agenda, memorandum=memoranda, phenomenon=phenomena, stadium=stadia, ovum=ova, referendum=referenda, millennium=millennia, curriculum=curricula, medium=media,

**শব্দের শেষে us থাকলে তা উঠে গিয়ে বহুবচনে i হয়, যেমন: focus=foci (শুধু focus এর বহুবচন focuses-ও হতে পারে), syllabus=syllabi, thesaurus=thesauri, terminus=termini, octopus=octopi, alumnus=alumni, cactus=cacti, radius=radii (এই একটি শব্দে কেবল ডাবল আই (i) হয়।

**একবচন শব্দের শেষে a থাকলে বহুবচনে শেষে ae হয়। যেমন: larva=larvae, antenna=antennae, formula=formulae, তবে শুধু pizza শব্দের বহুবচনে শেষে a উঠে গিয়ে e হয়। যেমন pizzea=pizze (তবে pizzas ও হতে পারে)

**শব্দের শেষে x, ix অথবা ex হলে বহুবচনের শেষে ces হয়, যেমন: appendix=appendices, vertex=vertices, hypothesis=hypotheses।

**এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ ফরেন বহুবচন যেমন:
Bureau=bureaux, bandit=banditti, cherub=cherubim, seraph=seraphim

**শব্দের শেষে is থাকলে বহুবচনে শেষে es হয়, যেমন: analysis=analyses, axis=axes, crisis=Crises, basis=bases, Oasis=oases ইত্যাদি।

২) শব্দের শেষের ch-এর উচ্চারণ ‘ক’ এর মতো হলে বহুবচনে শেষে ‘s’ হবে। যেমন: stomach থেকে stomachs. অন্যথায় es হবে, যেমন bench = benches (এছাড়াও শেষে s, sh, x, z হলেও বহুবচনে es হয়)

৩) শব্দের শেষে y এবং ঐ y এর পূর্বে একটি consonant থাকলে বহুবচনে y উঠে গিয়ে ies হয়। যেমন: city = cities. তবে y এর পূর্বে ভাওয়েল থাকা সত্ত্বেও উক্ত y উঠে গিয়ে ies হয় এমন একটি ব্যতিক্রমী শব্দ হচ্ছে Soliloquy, যার বহুবচন Soliloquies. এই soliloquy শব্দ ছাড়া অন্যান্য শব্দে y এর পূর্বে ভাওয়েল হলে বহুবচনে শুধু s হবে, যেমন: boy = boys

৪) শেষে f, fe হলে বহুবচনে ves হয়। যেমন: calf=calves, knife=knives, live=lives। তবে এক্ষেত্রে কিছু শব্দ ব্যাতিক্রমী হয়, যেমন: safe (সিন্দুক অর্থে) = safes, strife (বিবাদ অর্থে) = strifes । তবে শেষে ief, ff, oof, rf, eef থাকলে বহুবচনে শুধু s হয়, যেমন: chief=chiefs, roof=roofs, proof=proofs। এক্ষেত্রেও একটি শব্দ ব্যাতিক্রমী হয়, যেমন: thief = thieves ।

৫) শব্দের শেষে o এবং ঐ o এর পূর্বে একটি কনসোনেন্ট থাকলে বহুবচনে es হয়, যেমন: hero=heroes, potato=potatoes, volcano=volcanoes। তবে এক্ষেত্রে ব্যাতিক্রমী শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো শুধুই s হয়, যেমন: photo=photos, piano=pianos, manifesto=manifestos, memento=mementos। আবার শব্দের শেষে o এবং ঐ o এর পূর্বে একটি ভাওয়েল থাকলে বহুবচনে শুধু s হবে, যেমন: radio=radios, bamboo=bamboos।

৬) কথা দেওয়া বা অঙ্গীকার করা অর্থে word শব্দের বহুবচন হয় না। যেমন: He is a man of word, He gave me word to attend the party। (He is a man of letters এর letters কিন্তু s যুক্ত হবে)

৭) one and a half এর পরের noun টি বহুবচন হয়, তবে verb টি singular verb হয়। যেমন: one and half students was present yesterday.

৮) hundred, thousand, million, dozen, score এরা যদি of এর পূর্বে আসে তবেই এদের সাথে s হবে। অন্যথায় এদের সাথে s হবে না। যেমন: thousands of people. But, thousand people. তবে এদের পূর্বে many, few, some সহ সংখ্যাবাচক শব্দ বসলে এরা বহুবচন হয়, যেমন: many dozens, five hundreds etc.

৯) “He is a ten year old boy”, but “he is a boy of ten years old” দুটি বাক্যে লক্ষ্য করুন। প্রথম বাক্যে year একবচন, কেননা এটি “old boy” এর adjective হিসেবে ব্যবহার হয়েছে। কিন্তু পরের বাক্যে বহুবচন হয়েছে কেননা এক্ষেত্রে years মূলত শুধু old এর পূর্বে আছে, এবং এই old এর পর কোন noun ব্যবহার হয়নি।

১০) Mankind শব্দটি সর্বদাই একবচন হিসেবে ব্যবহার করা হয়, এবং এর pronoun হিসেবে it/its কে ব্যবহার করা হয়। যেমন: Mankind has stepped forward to save its environment. আবার vegetables শব্দটি সর্বদাই বহুবচন হিসেবে ব্যবহার হয়।

১১) Abbreviation কিংবা সংখ্যাসূচক শব্দের বহুবচন নিম্নরূপ:
B.A=B.A’s, I=I’s, 3=3’s etc

১২) কিছু Noun এর কোন বহুবচন হয় না, যেমন: alphabet, furniture, information, scenery, poetry, expenditure, offspring, hair, luggage, etc.
Example: I’v purchased some furniture for my family. I got all the information that I needed.

১৩) কিছু noun সর্বদাই বহুবচন হয়, এদের কোন একবচন নেই। যেমন: tidings (সংবাদ), vitals, wages, deer, alms, amends, billiards, measles, obsequies (শেষকৃত্য) ইত্যাদি।

১৪) কিছু শব্দে স্বভাবতই s ব্যবহার করা হয়। তাই এরা দেখতে বহুবচনের মতো হলেও আসলে কিন্তু একবচন। এদের পর verb ও তাই singular হয়ে থাকে। যেমন: whereabouts, politics, news, gallows, mathematics, physics, etc.

১৫) কিছু শব্দ দেখতে একবচন হলেও এরা আসলে বহুবচন, এবং এদের পর plural verb বসে। যেমন: cattle, vermin, folk, aristocracy, Gentry, nobility, clergy etc.

১৬) কিছু শব্দ আছে যেগুলো একবচন ও বহুবচনে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন: return (ফিরে আসা), returns (হিসাবপত্র)। Physic (ঔষধ), physics (পদার্থ বিদ্যা), good (ভালো/উপকার), goods (বিভিন্ন জিনিস), air (বায়ু), airs (চাল), advice (উপদেশ), advices (সংবাদ), corn (শস্য), corns (পায়ের কড়া)।

দেশদর্পণ/এফএফ/এসজে