দুলালের দুটি কিডনি নষ্ট, মানবিক সাহায্যের আবেদন

জয়পুরহাটের পাঁচবিবিতে দীর্ঘ পঞ্চাশ বছর একটানা হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করা দুলাল ওরফে কটা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

পরিবারের প্রধান উপার্জনকারী ব্যাক্তি সে। চার মেয়ের জনক দুলাল ওরফে কটা হোটেলে কাজ করে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। পাঁচবিবি নাকুরগাছি বিএমআই কারিগরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তার ছোট মেয়ে।

প্রতিদিনের রোজগারের টাকা দিয়ে মেয়ের লেখাপড়া ও সংসার খরচ চালাতেন তিনি। কিছুদিন পূর্বে তার দুটি কিডনি ড্যামেজ ধরা পড়ার পর থেকে শরীর ফুলতে শুরু করে। বর্তমানে কাজ করতে পারছেনা জন্য রোজগার বন্ধ। প্রতিবেশিদের সহযোগীতায় কোন রকম বাড়িতে চুলা জ্বলছে।
আরও পড়ুন: আজ এসএসসিতে বসছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী

এমতাবস্থায় নিজের চিকিৎসা করা তার নিকট দুরুহ ব্যাপার। সমাজের হৃদয়বান ব্যক্তিদের নিকট মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছি।

দুলাল ওরফে কটার সঙ্গে যোগাযোগ করতে-০১৮৩১-৯২৮৩১৫ এই নাম্বারে কথা বলতে পারেন। অর্থনৈতিক সাহায্য করতে চাইলে -০১৭৩৭৯১৩৫৪৬ এই বিকাশ নাম্বারে করতে পারেন।

দেশদর্পণ/এসআইটি/এসজে