চোরদের টার্গেট অসহায় কৃষক, ১০ মাসে ৬৮ গরু চুরি!

মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রাম থেকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে অসহায় কৃষক আনোয়ার হোসেনের গোয়ালঘর থেকে ৫ টির মধ্যে ৩ টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য আড়াইলক্ষ টাকা।

আজকের এই চুরির ঘটনা দিয়ে মাগুরা শ্রীপুর উপজেলায় গত ১০ মাসে ৬৮ টি গরু চুরির ঘটনা ঘটেছে।চোরদের একমাত্র টার্গেট অসহায় কৃষক। বিভিন্ন সময়ে চোর ধরা পড়লেও থেমে নেই চুরি। দিনের পর দিন এমন ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে চুরি রোধ কল্পে উপজেলার শ্রীকোল ইউনিয়নে মতবিনিময় সভা হয়েছে।এমনকি পুলিশ এবং যুব সমাজ গ্রামে রাতে পাহারার উদ্যোগ গ্রহন করা হয়েছে।

এলাকাবাসির দাবি শ্রীপুর উপজেলার প্রতিটি গ্রামে চুরি রোধ কল্পে এমন উদ্যোগ গ্রহন করা হোক।
আরও পড়ুন: আনসার সদস্য হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কৃষক আনোয়ার হোসেন আঞ্জু জানান,গতরাতে গোয়ালঘরে তালা দেওয়া ছিল, তালার কড়া ভেঙ্গে রাতে ৫ টা গরুর মধ্যে ৩ টা গরু চুরি হয়েছে। এর মধ্যে লাল রঙ্গের ১ টা গাভী এবং ২ টা এড়ে বাছুর চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াইলক্ষ টাকা বলে তিনি জানান।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে শ্রীপুর থানায় কেউ কোন অভিযোগ করেনি।

দেশদর্পণ/এসজে