জয়পুরহাটে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

ভারতে ওয়ার্ল্ড হিউম্যানিটি কমিশন কর্তৃক আন্তজার্তিক মানবতা পুরস্কার পাওয়ায় জযপুরহাটের জামালগঞ্জে স্থানীয় সমাজকর্মী খোরশেদ আলম কে সংবর্ধনা এলাকাবাসী।

এসময় ওই এলাকার ৫শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করেছে খোরশেদ আলম।

আজ সকালে আক্কেলপুর উপজেলার চকবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের গ্রামবাসীর আয়োজনে আয়োজিত এই সংবর্ধনা ও বিনামুল্যে চিকিৎসাসেবা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম।
আরও পড়ুন: ছড়িয়ে পড়ছে করোনা, যেভাবে সচেতন থাকবেন

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি যমুনাটিভির স্টাফ রিপোর্টার আবদুল আলীম ও জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিটিভি প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু।

অনুষ্ঠানে ভারতে আন্তজার্তিক মানবতা পুরস্কার পাওয়া খোরশেদ আলম কে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় গ্রামবাসীরা। এরপর ওই এলাকার প্রায় ৫শতাধিক গরীব, দুঃখী মানুষ এবং চকবিলা স্কুলের শিক্ষার্থীদের বিনামুল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন খোরশেদ আলম।

দেশদর্পণ/এএম/এসজে