দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে মশাল প্রজ্জ্বলন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মো: এনায়েত হোসেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মনমুগ্ধকর মাঠ পার্ড ও ডিসপ্লে অনুষ্ঠানে আগত সকলকে মুগ্ধ করে।
আরও পড়ুন: ধর্ম নিয়ে কুটক্তির অভিযোগে শিক্ষক গ্রেফতার

প্রতিযোগিতার উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওয়াসিউল হাবীব সিটুর সভাপতিত্বে¡ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দারিয়াপুর কেইউএম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, খোর্দ্দমালিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, হিরেন্দ্র নাথ বর্মন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মাজেদুল হাসান প্লাবন।

দেশদর্পণ/এসকেবি/এসজে