তাহিরপুরে ভারতীয় ঘোড়ার চালান আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাচালানীদের কবল থেকে চারটি ভারতীয় ঘোরা আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) টহলদল।

বিজিবি সুত্রে জানা যায়, লায়েরগড় বিওপির টহলদল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (১৯শে জানুয়ারি) রোজ রবিবার তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট  ইউনিয়নের যাদুকাটা নদী তীর থেকে গোপন সংবাদের বিত্তিতে ৪টি ভারতীয় ঘোড়া আটক করেছে বাংলাদেশ (বিজিবি) যার আনুমানিক সিজার মূল্য ৯৫ হাজার টাকা।
আরও পড়ুন: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৩ শ্রমিকের কারাদণ্ড

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্নেল মাকসুদুল আলম জানান, সীমান্তের চোরাচালানীদের কবল থেকে চারটি ভারতীয় ঘোড়া আটক করেছে (বিজিবির) টহলদল।আটককৃত ঘোড়া শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশদর্পণ/আরএইচএম/এসজে