বৃষ্টি ও ভালোবাসা

অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার চিহ্ন
সবাই ভালোবাসি বলতে পারে সহজে
কিন্তু সবাই অপেক্ষা করে সত‍্যকিারের-
ভালোবাসার প্রমাণ করতে পারে না।

মাঝে মাঝে বৃষ্টি অঝরে ঝড়ে ধরনীতে
যেনো কান্নার সুরের মতো সেই-বৃষ্টির শব্দ-
কান পেতে শুনি বৃষ্টির শব্দের প্রতিফলন
কখনও বা জামগাছের পাতায় সরসর শব্দ হয়।

সব মিলিয়ে হৃদয় হা-হা করে উঠেআনমনে
আদিগন্ত বিস্তৃত শুণ্যতায় কষ্ট জমা মনে
অনেক বিষণ্নতাই না অনুভব করি একাকী
মনে হয় জানালার ওপাশ থেকে কে যেনো ডাকে?

হয়তোবা আমার পুরনো সঙ্গীরা ডাকছে?
একদিন যাদের সঙ্গ পেয়ে হারিয়েছে সব
আজ তাদের জন‍্যই নিঃসঙ্গতায় ডুবেছি
ঠিক যেনো ভালোবাসার এক ফোঁটা বৃষ্টির ছোঁয়া।

দেশদর্পণ/এফকে/এসজে