আন্তঃজেলা কাগজপত্র জালিয়াতি চক্রের এক সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে আন্তজেলা কাগজপত্র জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত নৃপেন (৩৩) ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের রাজমোহন রায়ের ছেলে।

গত শুক্রবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার নৃপেন রায় দীর্ঘদিন ধরে মোটরসাইকেল রেজিষ্ট্রেশন জালিয়াতি করে আসছিল। বিকাশ রায় নামে এক ক্রেতা তার কাছে একটি মোটরসাইকেল ক্রয় করে। পরবর্তীতে নৃপেন রেজিষ্ট্রেশন করে দিবে বলে তার কাছে টাকা নেয়। কিছুদিন পরে ঢাকা মেট্রো হ-৩৯-১২৭২ রেজিষ্ট্রেশনের কাগজ প্রদান করে। এরপর উক্ত উল্লেখিত রেজিষ্ট্রেশন কাগজ বিআরটিএ বরাবরে ডিজিটাল নম্বর প্লেটের জন্য জমা করিলে জাল বলিয়া গণ্য হয় এবং মোটরসাইকেলটি আটক করে রাখে।
আরও পড়ুন: অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের সময় প্রতিবন্ধীসহ আটক ২

এ প্রেক্ষিতে বিকাশ রায় ঠাকুরগাঁও নিম্ন আদালতে একটি মামলা দায়ের করলে তাঁকে আটক করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী বিকাশ রায় জানান, নৃপেন রায়ের কাছে একটি মোটর সাইকেল ক্রয় করলে সে রেজিষ্ট্রেশনের জাল কাগজ দেয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, প্রতারণা ও জালিয়াতি মামলায় তাকে আটক করে আদালত এবং পরে জেল হাজতে প্রেরণ করা হয়।

দেশদর্পণ/এইচকে/এসজে