জয়পুরহাটে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল শেষে পাঁচুর মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে শ্রমিক ফ্রন্টের সদস্য সচিব কমরেড সানোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক কমরেড অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, আরও বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক কমরেড সামিউল ইসলাম বাবু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সাধারনসম্পাদক রাশেদুজ্জামান রাশেদ।
আরও পড়ুন: পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ১

সমাবেশে বক্তারা বলেন, সর্বক্ষেত্রে শ্রমিকরা আজকে শোষিত নিষ্পেষিত হচ্ছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রমের পরও মজুরির ক্ষেত্রে চরম বৈষম্য।শিশু শ্রম দন্ডনীয় অপরাধ হলেও এখন পর্যন্ত তা বিদ্যমান এবং অনেক অগণতান্ত্রিক ধারা চালু আছে যা শ্রমিকদের নীতি পরিপন্থি। শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮০০০ টাকা আজকে সময়ের দাবি। তাই সকল অনিয়ম, অন্যায়, শোষন জুলুমের বিরুদ্ধে শ্রমিকেদর এক হয়ে বুর্জোয়া ধনিক শ্রেনীর সমাজের বিপরীতে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বান জানান।

দেশদর্পণ/টিআর/এসজে