ঢাবি ছাত্রী ধর্ষণ: আদালতে মজনুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনু ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মজনুকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মজনুর জবানবন্দি রেকর্ড শেষ হয়।
আরও পড়ুন: পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আদালত সূত্র বলছে, আসামি মজনু ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ করার কথা আদালতের কাছে স্বীকার করেছেন। সেদিন যা যা ঘটেছিল, তা সবিস্তারে আদালতকে জানিয়েছেন। ৯ জানুয়ারি এই ঘটনায় মজনুকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

পুলিশের পক্ষ থেকে আদালতকে প্রতিবেদন দিয়ে বলা হয়, ৫ জানুয়ারি ঢাবির ভুক্তভোগী শিক্ষার্থী কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে ফুটপাত দিয়ে হেঁটে গলফ ক্লাবসংলগ্ন স্থানে পৌঁছালে আসামি মজনু পেছন থেকে গলা ধরে মাটিতে ফেলে দেয়। গলা চিপে ধরে। ভুক্তভোগী শিক্ষার্থী তখন চিৎকার করতে গেলে মজনু তাঁকে কিল-ঘুষি মারেন। ভয়ভীতি দেখালে ওই শিক্ষার্থী তখন অজ্ঞান হয়ে যান। এরপর আসামি ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

দেশদর্পণ/এমআই/এসজে