ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো পুকুর খননের নামে মাটি বিক্রি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলাম এর হস্তক্ষেপে সন্তোষপুর গ্রামে পুকুর খননের নামে মাটি বিক্রি বন্ধ হলো।

বেশ কিছুদিন ধরেই সন্তোষপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে সাইফুল ইসলাম পুকুর খননের নাম করে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছিলেন এবং দাম্ভিকতার সাথে বলছিলেন আমার কোন কিছু করার মতো কেউ নেই। আমার ক্ষমতা আছে আমি বিক্রি করছি।
আরও পড়ুন: সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে নৌবাহিনীর সমুদ্র মহড়া সমাপ্ত

নিউজ প্রকাশের পরে ইউএনও মোঃ সিরাজুল ইসলাম মাটিকাটা বন্ধ করে দেন। কিন্তু সকল নির্দেশনা উপেক্ষা করে পরের দিন ভোর থেকেই আরো বেশি মেশিন ভিড়িয়ে মাটি কাটতে থাকেন সাইফুল। বিষয়টি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকারকে জানালে তিনি তাৎক্ষণিক ইউএনও মোঃ সিরাজুল ইসলামকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন।

ইউএনও সাহেব আজ বুধবার ঘটনাস্থল থেকে মাটি কাটার ভেকু মেশিন অপসারণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে পুনরায় এখান থেকে মাটি না কাটার নির্দেশ দেন। ইউএনও মোঃসিরাজুল ইসলামের এই পদক্ষেপকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

দেশদর্পণ/টিআর/এসজে