নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

সারাদেশে নারী- শিশু নির্যাতন, ধর্ষণ হত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও ছাত্র ফ্রন্টের আয়োজনে সোমবার বেলা ১২ টায় জয়পুরহাটের পাঁচুর মোড়ে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক রাশেদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য সামিয়া জামান, আলো আক্তার। ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মোরশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল।
আরও পড়ুন: বিয়ের জন্য চাপ দেওয়ায় কলেজছাত্রীকে হত্যা

উক্ত মানব বন্ধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য উৎপল দেবনাথ, সদস্য সচিব কমরেড সামিউল ইসলাম বাবু এবং জেলা বাসদের আহ্বায়ক কমরেড অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ তার বক্তব্যে বলেন, আমরা এমন এক সংকটময় সময় অতিবাহিত করছি যেখানে নারীদের কোন ধরনের নিরাপত্তা নেই। পুরুষতান্ত্রিক মানসিকতা এবং ভোগবাদি সমাজের রন্ধে রন্ধে নারী নির্যাতনের নির্মম বাস্তবতা লুকিয়ে আছে। তিনি আরও বলেন, চরম নির্যাতনের শিকার হয়েও আবার দফায় দফায় নারীকেই প্রমাণ করতে হবে যে তিনি নির্যাতিত। এ রকম একটি চরম বৈষম্য মূলক সিস্টেম বিদ্যমান। কথায় কথায় ডিজিটালের আস্ফালন, বিপরীতে ধর্ষিতা নারীর বিচার ব্যবস্থায় ডিজিটালের বিন্দু মাত্র ছোঁয়া লাগছে না।ফলে হাজার হাজার ধর্ষিতা নারীর বিচারের বানী আজকে নিভৃতে কাঁদছে।তাই আসুন সমাজের সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নারীমুক্তির আন্দোলন কে বেগবান করি।

দেশদর্পণ/আরআই/এসজে