জাতীয় ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন

চুয়াডাংগা জেলার জীবননগরে ১১ ই জানুয়ারি ২০২০ রোজ শনিবার চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিটামিন ‘ এ’ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, উপজেলা নিব্হাী অফিসার মোঃ সিরাজুল ইসলাম, আরো উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, ডাক্তার মাহামুদা খাতুন, দেশজুড়ে শুরু হয়েছে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান টি, এইচ, ও, জুলিয়েট পারউইন সিন্ধ্যা। সারা দেশের ন্যায় জীবননগরেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।

ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়। এ বছর ২ কোটিরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

দেশদর্পণ/টিআর/এসজে