তাহিরপুরে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ

সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের সরকারি নীতিমালা বাস্তবায়নে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। (১০ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জনতার সংলাপে সভাপতিত্ব করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী।

আরো পড়ুন:
৪৫ টাকা দরে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু
ভারত থেকে আমদানি করা পাথরের ভিতর ফেনসিডিল!

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,নারী সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধিসহ সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ১০, ২০১৯ at ১৬:২১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জাহআভূঁ/এজে