৪৫ টাকা দরে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সরকার কর্তৃক”ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি’র) ন্যায্য মূল্যে প্রতিকেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২ টায় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ন্যায্য মূল্যে এ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সরকার কর্তৃক”ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি’র) ন্যায্য মূল্যে প্রতিকেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি শুরু হয়েছে।

আরো পড়ুন:
ভারত থেকে আমদানি করা পাথরের ভিতর ফেনসিডিল!
ফুলবাড়ী সীমান্তে গাঁজাসহ আটক ২

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২ টায় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ন্যায্য মূল্যে এ পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন। এসময়, সারিবদ্ধভাবে সাধারণ মানুষকে আগ্রহের সাথে পেঁয়াজ ক্রয় করতে দেখা গেছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, আজ সারাদিন এই ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে। প্রতিজন ১ কেজি করে পেঁয়াজ ক্রয় করতে পারবে। এতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। ডিলার ও সার্বিক ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জেলা কাঠ ব্যবসায়ী সমিতি।

ডিসেম্বর ১০, ২০১৯ at ১৬:০৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/নুর মোঃ/এজে