পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

বগুড়ার মোকামতলায় পল্লী বিদ্যুৎ সমিতির রমরমা ঘুষ বানিজ্য ও নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে মোকামতলা বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছে এলাকার ভুক্তভূগী জনগন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহসান হাবিব সবুজ, মোকামতলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক রবিউল হাসান মাসুদ, নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জুয়েল ইসলাম, মোকামতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ মন্ডল, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা সভাপতি সাংবাদিক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক, দৈনিক চাঁদনি বাজার মোকামতলা প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক বগুড়া মোকামতলা প্রতিনিধি তৌহিদ মন্ডল, মাইটিভি শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক সাতমাথা শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা খলিলুর রহমান, দৈনিক মুক্তজমিনের নামুজা-বুড়িগঞ্জ প্রতিনিধি আব্দুর রহমান, খালিদ হাসান, শিক্ষক কণক প্রমুখ।

আরও পড়ুন:
শিশু মৃত্যুর মরণফাঁদে পরিণত হয়েছে চট্রগ্রামের ম্যাক্স হাসপাতাল
আজ সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস

বক্তারা বলেন, ভুয়া বিল তৈরী করে প্রতি মাসে লাখ লাখ টাকা আত্মসাৎ, সেচ প্রকল্পে লক্ষ লক্ষ টাকা ঘুষ, অফিসের কর্মকর্তাদের দুর্ব্যবহার, গ্রাহকদের কাছ থেকে অন্যান্য ফি বিলের বোঝা এমনকি একাধিক পরিশোধকৃত বিল নতুন বিলের সাথে সংযোগ করা, কাজে গেলেই ঘুষসহ নানা অনিয়ম-দুর্নীতিসহ অতিরিক্ত বিল বাতিল করতে হবে। তা না হলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

ডিসেম্বর ৯, ২০১৯ at ১৯:২৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরআই/এআই