ব্রিজের সাথে অটোরিকশার ধাক্কায় নিহত-১

জয়পুরহাট জেলার সদর উপজেলার জিতারপুর এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে সুলতান মাহমুদ নামে একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা রাব্বি হোসেন নামের আরো একজন আহত হয়েছেন।

রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মাহমুদ সদর উপজেলার খঞ্জনপুর গ্রামের নুরমোহাম্মদের ছেলে। আহত রাব্বি হোসেন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন:
যবিপ্রবি’তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আপদকালীন মজুদ বৃদ্ধির লক্ষ্যে ৬৪ জেলাতেই নির্মাণ হবে সারের বাফার গোডাউন: শিল্প প্রতিমন্ত্রী

তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভার্তি করা হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বিকেলে সুলতান মাহমুদ মঙ্গলবাড়ী বাজার থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে জয়পুরহাট সদরে যাচ্ছিলেন। জিতারপুর এলাকায় পৌছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে সুলতান ও রাব্বি দুজনই আহত হন। তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক সুলতান মাহমুদের মৃত্যু হয়।

ডিসেম্বর ৮, ২০১৯ at ২০:৩৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরআই/এআই