কোটচাঁদপুরে সরকারি খাদ্য গুদামে ধান ক্রয়ের উদ্বোধন

ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি খাদ্য গুদামে প্রান্তিক কৃষকের কাছে থেকে আমন ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে স্থানীয় সরকারী খাদ্য গুদাম প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আমন ধান ক্রয়ের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।

উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল আজিজ, কোটচাঁদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি.এল.এসি) নাঈমুল হাসান।

আরও পড়ুন:
মমতাজ মেহেদী বিগ ব্যাশ লীগের লোগো উন্মোচন
যবিপ্রবি’তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এছাড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবের আলী ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহাবায়ক এবং রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমূখ।

এর আগে উন্মুক্ত লটারীর মাধ্যমে নির্বাচিত উপজেলার ৬’শ ৬৬ জন কৃষককে বাছাই করা হয়। ২০১৯-২০২০ অর্থ বছরে প্রান্তিক কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত ২৬ টাকা দরে ৬’শ ৬৬ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

ডিসেম্বর ৮, ২০১৯ at ২০:০৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআর/এআই