বিএনপি’র বিক্ষোভ সমাবেশে ধাক্কাধাক্কি, আটক-৩

বগুড়ায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়েছে। এ সময় বিএনপি’র ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ বেষ্টনীর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রোববার বেলা ১১টা থেকে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসতে শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে একটি খন্ড মিছিল শ্লোগান দিতে দিতে নবাববাড়ি সড়ক হয়ে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন:
আজ পটুয়াখালী মুক্ত দিবস
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শিক্ষক-শিক্ষার্থীদের

এ সময় সদর পুলিশ ফাঁড়ির সামনে তাদের মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশের সিনিয়র অফিসার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ধাক্কা-ধাক্কির সময় পুলিশ কয়েকজন বিএনপি কর্মীকে আটক করে। এনিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ নবাববাড়ি সড়কে ফতেহ আলী মোড় এবং ডায়াবেটিক হাসপাতালের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে দুই পাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়।

পরে পুলিশ বেষ্টনীর মধ্যেই বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ এমপি সমাবেশে যোগ দিতে আসা বিএনপির তিন নেতাকর্মীকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক ঘণ্টার মধ্যে তাদেরকে মুক্তি দেয়ার আল্টিমেটাম দেন।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ দেশ দর্পনকে বলেন, তিনজনকে আটক করা হয়েছে। সিনিয়র অফিসারদের সাথে আলোচনা করে তাদেরকে ছেড়ে দেয়া হবে।

ডিসেম্বর ৮, ২০১৯ at ১৬:৩৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এনআর/এআই