তাহিরপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রানী ও সহকারি শিক্ষিকা হালিমা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এ বছরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মীরা রানী জোয়ারদার ও শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা হালিমা খাতুন নির্বাচিত হয়েছেন। মীরা রানী জোয়ারদার তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে ও হালিমা খাতুন বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন।

তারা দুজনেই এবছর বিভিন্ন ক্যাটাগিতে শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মান অর্জন করেন। তাহিরপুর উপজেলার শিক্ষা অফিসে নির্বাচন কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব নির্বাচিত করেন।

আরও পড়ুন:
চুয়েট থেকে “স্বর্ণপদক” পাচ্ছেন সঞ্চয় বড়ুয়া সৌরভসহ ৪ জন
আজ সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস

এ বিষয়টি নিশ্চিত করেছেন, তাহিরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার আকিকুর রেজা খান। এই সাফল্ল্যে তাহিরপুর উপজেলার শিক্ষক সমিতি, রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।

ডিসেম্বর ৫, ২০১৯ at ১৭:০৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেভি/এআই