চুয়েট থেকে “স্বর্ণপদক” পাচ্ছেন সঞ্চয় বড়ুয়া সৌরভসহ ৪ জন

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চতুর্থ সমাবর্তন এবং চুয়েটের সুবর্ণজয়ন্তী-১৯ অনুষ্ঠানে গত চার বছরের সর্বোচ্চ সিজিপিএধারী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সঞ্চয় বড়ুয়া সৌরভ সহ চারজনকে ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’ প্রদান করা হচ্ছে।
এবার সঞ্চয় বড়ুয়া সহ সমাবর্তন অনুষ্ঠানে ২ হাজার ১৪৮ জন গ্র্যাজুয়েট এবং ৮৩ জন পোস্ট-গ্র্যাজুয়েটসহ প্রায় ২ হাজার ২৩১ জন ছাত্রছাত্রীকে সমাবর্তন ডিগ্রি অর্জন ডিগ্রি প্রদান করা হচ্ছে।
এ উপলক্ষে রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সাথে পৃথক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।এতে সভাপতিত্ব করেন ড.মোহাম্মদ রফিকুল আলম।
উল্লেখ্য,সঞ্চয় বড়ুয়া সৌরভ হাটহাজারী উপজেলার অন্তর্গত গুমানমর্দ্দন গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের স্বপন বড়ুয়ার একমাত্র সন্তান।তিনি ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (২০০৫), ফটিকছড়ি করোনেশন মডেল উচ্চ বিদ্যালয় (২০১১ ব্যাচ), ফটিকছড়ি কলেজ (২০১৩ ব্যাচ) এর সাবেক ছাত্র।

বর্তমানে তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) এর তড়িৎ কৌশল বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

০৫ ডিসেম্বর,২০১৯  at ১৬:৪১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোঃজিউ/এজে