ভারী বর্ষণে বাড়ি ধসে নিহত ১৫

ভারী বর্ষণে তামিলনাড়ুর কইম্বাতোরে জেলার নাদুর গ্রামের তিনটি বাড়ি ধসে গেছে। এতে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম এখনো চলছে। সোমবার (২ ডিসেম্বর) ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে।

আরও পড়ুন:
আমাদের সমাজের অসুস্থতাগুলো দূর করতে হবে: প্রধানমন্ত্রী
অনেক আগে থেকেই শরীরের মাপ নিয়ে কথা শুনে আসছি: ইলিয়ানা

আবহাওয়া বার্তা অনুযায়ী, তামিলনাড়ু ও পুড়ুচেরি রাজ্যের কয়েকটি জেলায় প্রবল বর্ষণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ কারণে সেসব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চেন্নাই, তুতিকরিন, তিরুভাল্লুর ও কাঞ্চিপুরম অঞ্চলে স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।এছাড়া, এ অঞ্চলগুলোর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানো হয়েছে।

বন্যা সংক্রান্ত সব সঙ্কট মোকাবিলায় রাজ্য দু’টির অগ্নি নির্বাপণ ও উদ্ধারকর্মীরা প্রস্তুত রয়েছে।

ডিসেম্বর ২, ২০১৯ at ১১:১৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বানি/এআই