ফরিদপুরের মধুখালীতে পৃথক যত্রিবাহী পরিবহনে তল্লাসি চালিয়ে মধুখালী থানা পুলিশ ৪৪ বোতল ফেন্সিডিলসহ দুজনকে আটক করেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার গড়াই সেতুর ঢালে ভেল্লাকান্দী নামক স্থানে থানা পুলিশের উপ পরিদর্শক মিজানুর রহমান সঙ্গী ফোর্সসহ চুয়াডাংগা থেকে ঢাকা গামী যাত্রীবাহী রয়েল এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব ১৫-৩৫১৩) তল্লাসি কালে যাত্রী পারভেজ মোশারফকে কম্পিউটারের পিসির ভিতর রক্ষিত ৪২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মধ্য জীবনতলা গ্রামের আলী করিমের ছেলে।
অপর দিকে এই স্থানে দর্শনা থেকে ফরিদপুর গামী যাত্রীবাহী পরিবহন ই এন ট্রাভেলস (ঝিনাইদহ ব ১১-০০০৮)তল্লাসি কের যাত্রী হিরক সেনগুপ্তের দেহ তল্লাসি করে প্যান্টের দুপকেটে রক্ষিত ২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। সে চুয়াডাংগা জেলার ডামুরহুদা উপজেলার দর্শনা ইসলাম বাজার গ্রামের আশুতোষ সেনগুপ্তের ছেলে।
নভেম্বর ২৯, ২০১৯ at ২০:০১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসসি/এআই