দাঁতের ক্ষয় রোধে সহজ সমাধান

আমরা সবাই ঝকঝকে সাদা-মজবুত দাঁত, সুন্দর হাসি সব সময়ই চাই। কিন্তু অনেক সময় নিজেদের অবহেলায় দাঁতে ক্ষয় হতে পারে। আর এই সমস্যা থেকে মু্ক্তি পেতে জেনে রাখুন দাঁতের ক্ষয় রোধে ঘরোয়া কিছু উপায়:

বিশেষজ্ঞরা বলেন, দাঁতের ওপরের এনামেল উঠে যাওয়াকেই দাঁতের ক্ষয় বলে। মিষ্টি খাবার দুধ, পাউরুটি, কেক, পেস্ট্রি বেশি খেলে দাঁত দ্রুত ক্ষয় হয়। এই অবস্থা থেকে মুক্তি পেতে-

১. দিনে দু-বার ব্রাশ করুন ব্রাশের ভালো করে মুখ ধুয়ে নিন।
২. মিষ্টি খাবার এড়িয়ে চলুন।
৩. খাদ্যতালিকা থেকে প্রক্রিয়াজাত খাবার বাদ দিন।
৪. মুখের লালা দাঁত পরিষ্কার রাখতে সাহায্য করে।

আরও পড়ুন:
এক দিনেই ৪৫ জনকে হত্যা!
মালাইকার শরীরে মুগ্ধ চাচা শ্বশুর!

৫. লিভারের সমস্যা থেকে দাঁত ক্ষয় হতে পারে, লিভারে সমস্যা হলে চিকিৎসা নিন।
৬. অতিরিক্ত মশলাদার খাবারও এড়িয়ে যেতে হবে। এই ধরনের খাবার থেকে বেশি অ্যাসিডিটি হয়। আর এই অ্যাসিড দাঁত দাঁত ক্ষয়ের অন্যতম কারণ।
৭. ফ্লোরাইড সমৃদ্ধ মাউথওয়াশ দিয়ে দাঁত ব্রাশ করুন। এতে দাঁতের ফাঁকে জীবাণু কম জন্ম নেবে। ব্রাশ করার পরেই ফ্লোশিং করুন।
৮. পুষ্টিকর খাবার খান। দাঁতের যেকোনো ধরনের সমস্যায় অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

নভেম্বর ২৯, ২০১৯ at ১১:১৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বানি/এআই