উলিপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

কুড়িগ্রামের উলিপুরে “নারী ও শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা” এ শ্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে।

বুধবার(২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে নারী অধিকার প্রকল্পের উদ্যোগে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয় প্রকল্পের বিভিন্ন দল, নারী কমিটি, পুরুষ, যুব, যুবতি, কিশোর, কিশোরী, সোস্যাল সাপোট কমিটিস সদস্য, এনএনপিসি, লিগ্যাল এইড কমিটির সদস্যসহ স্থানীয় প্রায় ৬শত নারী ও পুরুষ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

আরো পড়ুন:
৩ মাসে ৩ হাজার ৮৬৩ কোটি টাকা বেড়েছে খেলাপি ঋণ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে মানববন্ধন

পরে ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী ইসফাতুল কবিরসহ ইউনিয়ন সোস্যাল সার্পোট কমিটির সদস্যবৃন্দ।

নভেম্বর ২৭, ২০১৯ at ১৯:৫৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআই/এএএম