মুক্তিযোদ্ধা এ্যাড. নিত্যানন্দ দে’র মৃত্যুতে গার্ড অব অনার প্রদান

যশোরের কেশবপুরে মুক্তিযোদ্ধা এ্যাড. নিত্যানন্দ দে (৮২) বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পূত্র ও ৪ কন্যা-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকালে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

সালাম গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামূল হক ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ। পরে কুঠিবাড়ি শ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন:
বেনাপোলে ইউএস ডলারসহ হুন্ডি পাচারকারী আটক
ইবি’র অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক পরীক্ষার ফল প্রকাশ

এদিকে মুক্তিযোদ্ধা এ্যাড. নিত্যানন্দ দে-র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এ্যাড. আবু বক্কর সিদ্দিক, এ্যাড. আব্দুল মজিদ, এ্যাড, বদরুজ্জামান মিন্টু, শিক্ষক বজলুর রহমান খান, মুক্তিযোদ্ধা অধ্যাপক অসিত মোদক-সহ মুক্তিযোদ্ধাবৃন্দ।

নভেম্বর ২৭, ২০১৯ at ১৯:২১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএস/এআই