বেনাপোলে ইউএস ডলারসহ হুন্ডি পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্তে পরিবহন কাউন্টার থেকে ৬৫ হাজার ৪’শত ইউএস ডলারসহ সজীব হোসেন (২৮) নামে এক হুনডি পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় তাকে আটক করা হয়। আটক সজিব হোসেন শরিয়তপুর জেলার নড়িয়া থানার নড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি এক হুনডি পাচারকারী বিপুল পরিমান ইউএস ডলার নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল বাস স্ট্যান্ডে অবস্থান করছে।

আরও পড়ুন:
ইবি’র অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক পরীক্ষার ফল প্রকাশ
ঝিনাইদহ দন্ডিত আসামি গ্রেফতার

এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪ শত ইউএস ডলারসহ সজিবকে হাতেনাতে আটক করেন। যার বাংলাদেশী মূল্য ৫৬ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নভেম্বর ২৭, ২০১৯ at ১৮:৫৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমও/এআই