ইবি’র অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক পরীক্ষার ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক (সম্মান) ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৭, ৩য় বর্ষ পরীক্ষা-২০১৬ ও ২০১৭, ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৬ এবং ৪র্থ বর্ষ মান উন্নয়ন পরীক্ষা-২০১৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টায় উপ-উপাচার্য অফিসে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এর নিকট এ ফলাফল হস্তান্তর করেন। উপ-উপাচার্য  (উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান কম্পিউটারের বাটন চেপে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রদর্শন কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক  ড. পরেশ চন্দ্র বর্ম্মনসহ পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তাগণ।

আরও পড়ুন:
যশোর জেলা আ. লীগের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন শাহীন চাকলাদার
৫ ডিসেম্বর থেকে ৪১তম বিসিএসের আবেদন

২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৭ এ অংশগ্রহণকারী ৭৮ পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন, ৩য় বর্ষ পরীক্ষা-২০১৬ ও ২০১৭ এ অংশগ্রহণকারী যথাক্রমে ৬৪৫ পরীক্ষার্থীর মধ্যে ৬৩৯ জন এবং ৭৬১ পরীক্ষার্থীর মধ্যে ৭৫৪ জন, ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৬ এ অংশগ্রহণকারী ৯১২ পরীক্ষার্থীর মধ্যে ৮৯৯ জন এবং ৪র্থ বর্ষ মান উন্নয়ন পরীক্ষা-২০১৫ এ অংশগ্রহণকারী ৪৭ পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন উত্তীর্ণ হয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে ফলাফল জানা যাবে।

নভেম্বর ২৭, ২০১৯ at ১৮:৩০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিএইচ/এআই