চুয়াডাঙ্গায় ফেন্সিডিলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ৭২ বোতল ফেনসিডিলসহ পুলিশের তালিকাভুক্ত একাধিক মাদক মামলার আসামি হারুন অর রশিদ (৩০) গ্রেফতার কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী উপজেলার সীমান্ত এলাকার নতুলপাড়া গ্রামের আকরাম আলীর ছেলে হারুন অর রশিদ (২৮)।এলাকা বাসিরা তাকে গ্রেফতার করায় পুলিশ প্রশাষনকে সাধুবাদ জানিয়েছে।

পুলিশ সুত্র থেকে জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই ওসমান গনি  সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাত পোনে ১১টার সময় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী হারুনে আটক করে তার তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৭২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেন।

আরও পড়ুন:
গুদাম ভর্তি করার সময় হাতেনাতে ধরা উপজেলা খাদ্য কর্মকর্তা
হলি আর্টিজান হামলার মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন, ফেনসিডিলসহ গ্রেফতার মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে।

নভেম্বর ২৭, ২০১৯ at ১৩:২০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/এআই