ইন্টারনেটের গতি বাড়াতে যে কাজগুলো করবেন

১) রাউটারের ফার্মওয়্যার আপডেট:

সব সময় আপনার রাউটারের ফার্মওয়্যার আপডেট রাখুন। একেকটি রাউটারের ফার্মওয়্যার আপডেট পদ্ধতি একেক রকম। তবে আপডেট করতে হলে আপনাকে রাউটারের আইপি এড্রেস দিয়ে লগিন করতে হবে। তারপর ফার্মওয়্যার আপডেট দিতে হবে।

২) ডুয়ালব্যান্ড গিগাহার্টজ আপডেট:

আপনার ডুয়াল ব্যান্ড এর গিগাহার্টজ যদি ২.৪ দেওয়া থাকে তবে তা ৫ গিগাহার্টজে আপডেট করুন।

৩) মেশ ওয়াইফাই:

ভালো ওয়াইফাই কাভারেজ পেতে মেশ (mesh) ওয়াইফাই নেটওয়ার্কে উন্নিত করতে পারেন।

৪) রাখার স্থান:

ওয়াইফাই রাউটারটি খোলা স্থানে রাখুন। কখনোই তা দেয়ালের কাছে রাখবেন না । অনেকে দেয়ালে রাউটার ঝুলিয়ে রাখেন। সেটা না করাই শ্রেয়।

আরো পড়ুন:
বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম
কোরআন পার্কে ঘটে ব্যাপক দর্শনার্থীর সমাগম

৫) ওয়াইফাই বুস্টার:

উপরের টিপসগুলোতে কাজ না হয়ে থাকলে এক্সটার্নাল এন্টেনা বুস্টার লাগিয়ে বাড়িয়ে নিতে পারেন স্পিড।

৬) লো কস্ট রিপিটার:

অনেক সময় বড় বাসাতে একটি রাউটার দিয়ে কাভার দেওয়া যায় না। সেক্ষেত্রে কম দামি কিছু ওয়াইফাই রিপিটার ব্যবহার করতে পারেন।

২৭ নভেম্বর, ২০১৯  at ১১:২৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বা২৪/এজে