রাণীশংকৈলে লিগ্যাল এইড সেমিনার অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে আর্থিকভাবে অস্বচ্ছল-সহায়-সম্বলহীনদের নানাবিধ আর্থ সামাজিক কারনে বিচার প্রাপ্তিকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ভূমিকা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান লিগ্যাল এইড কমিটির এবং সিনিয়র জেলা দায়রা জজ হাছানুজ্জামান।

আরও পড়ুন:
জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এক হয়ে কাজ করতে হবে: সুনামগঞ্জ ডিসি
সাইনিং স্কুল এন্ড কলেজ কর্তৃক অ্যানুয়েল কালচারাল ফেস্টিভ্যাল ২০১৯

আরো উপস্থিত ছিলেন ইউএনও মৌসুমী আফরিদা, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল বিচারক গোলাম ফারুক, সিনিয়র সহ:জজ আবু তালেব, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন, সহকারি জজ মেহেদী হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সালাম, পিপি শেখর কুমার রায়, ওসি আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নভেম্বর ২৬, ২০১৯ at ১৯:০২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এইচকে/এআই