বগুড়ার শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত ২০১৯-২০ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ ও মুগ আবাদে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তা প্রদানের জন্য সার ও বীজ বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।

এ সময় বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মোঃ শাহাদৎ হোসেন, উপজেলা ভাইস্ চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস্ চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ আল-মুজাহিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ্, উপ-সহকারী এজাজ কামাল,কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আজমল হোসেন প্রমুখ।

আরো পড়ুন:
হরিহরনগর সীমান্ত থেকে ১৩’শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার
চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করলো বিএসএফ

জানা যায়, এ উপজেলা ও পৌরসভায় মোট ৯শ ৫০জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এসব কৃষি সামগ্রী বিতরণ করা হয়।

২৬ নভেম্বর, ২০১৯  at ১৬:১১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/নুন/এজে