ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের নেতৃত্বে সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, উপজেলার মথুরাপুর ও পার্শ্ববর্তী প্রাগপুর বাজারের অভিযান চালায় ভ্রামমাণ আদালত। ওই দুই বাজারের চারটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অসঙ্গতি পাওয়ায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রুমন ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে লোহা জাতীয় পণ‌্য বিক্রির স্কেল ভেরিফিকেশন সনদ না থাকার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন:
আ.লীগের সম্মেলনস্থলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
শিবগঞ্জের উত্তর শ্যামপুর গ্রামে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের সময় ইওএনওর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী ও বিএসটিআইয়ের বিভাগীয় কর্মকর্তা মামুন আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার স্থানীয় সাংবাদিকদের জানান, উপজেলার বিভিন্ন বাজারে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নভেম্বর ২৫, ২০১৯ at ২২:৩১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এএএম