মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জুট মিলের শ্রমিক-কর্মচারীরা। সোমবার (২৫ নভেম্বর) সকালে নগরীর উপকন্ঠ কাটাখালী এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

এসময় শ্রমিকরা জাতীয় মজুরী কশিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ বিক্ষোভ করে।

শ্রমিকরা নেতারা জানায়, রাষ্ট্রায়ত্ব সকল পাটকল গেট সভার মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেছে পাটকল শ্রমিকরা। এতে রাজশাহী জুট মিলে রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ব্যানারে শ্রমিক সমাবেশে এ আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান বলেন, শ্রমিকরা জাতীয় মজুরী কশিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুটাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ বিক্ষোভ করা হচ্ছে।

আরও পড়ুন:
রাজশাহীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম, মাসুদ রানা শ্রমিক-কর্মচারীরা।

কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, বিভিন্ন দাবিতে পাটকল শ্রমিকরা রাস্তা অবরোধ করে মিছিল করে মিল গেটে সভা করছে। এতে যানজট সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নভেম্বর ২৫, ২০১৯ at ২০:৪২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/এআই