৮ আমদানিকারককে এনবিআর গোয়েন্দা অধিদপ্তরের তলব

কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানোর অভিযোগে দিনাজপুরের হিলি স্থলবন্দরের ৮টি আমদানিকারক প্রতিষ্ঠানকে তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আগামী ২৫ ও ২৬ ই নভেম্বর সকাল থেকে স্ব-শরীরে সংস্থাটির কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে তাদেরকে। চাওয়া হয়েছে পণ্যের ইনভয়েস, বিল অফ এন্টি ও এলসিসহ যাবতীয় কাগজ পত্র।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গোয়েন্দা অধিদপ্তর থেকে গত বৃহস্পতিবার(২১ নভেম্বর) তাদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।

আরো পড়ুন:
ব্যাপক রদবদলের আভাস আ’লীগের কেন্দ্রীয় কমিটিতে
ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে হাজারও গরু, আতঙ্কিত খামারিরা

এই ৮টি প্রতিষ্ঠানকে গোয়েন্দা অধিদপ্তর থেকে তলব করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও খান ট্রের্ডাসের সত্ত্বাধিকারী হারুন উর রশিদ হারুন।

আমদানিকারক ৮ টি প্রতিষ্ঠান হলো,(১)রায়হান ট্রের্ডাসের মালিক শহিদুল ইসলাম,(২) সুমাইয়া ট্রের্ডাসের মালিক সাইফুল ইসলাম,(৩)সালেহা ট্রের্ডাসের মালিক সেলিম রেজা,(৪) এম আর ট্রের্ডাসের মালিক মনোয়ার হোসেন,(৫) ধ্রুব ফারিয়া ট্রের্ডাসের মালিক নাজমুল হক চৌধুরী (৬) খান ট্রের্ডাসের মালিক হারুন উর রশিদ হারুন (৭) জগদেশ ট্রের্ডাসের মালিক শ্যামল রায় ও (৮) বি কে ট্রের্ডাসের মালিক।

নভেম্বর ২৫, ২০১৯ at ১৭:৩৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম