যেসকল ভুলে ডায়েট ঠিকমত কাজ করেনা

ওজন কমাতে ডায়েট ও ব্যায়ামের গুরুত্ব অনেক। তবে ডায়েট করার পরও অনেক সময় সেটি কাঙ্ক্ষিত ফল দেয় না। তার বেশ কিছু কারণ রয়েছে অনেকেই আছেন যারা মনে করেন কম করে খাওয়া মানে ডায়েট ফলে বেশি দিন এই ডায়েট চার্ট মানতে পারেন না।

ফলে ওজন তেমন কমে না। শরীরের ওজন, উচ্চতা, জীবনযাত্রা ও আরো কিছু অনুষঙ্গের ওপর নির্ভর করে, একেক জনের ডায়েট চার্ট একেক রকম। তাই ডায়েটেশিয়ানের দেওয়া যথাযথ ডায়েট চার্ট অনুযায়ী নিয়মিত মানতে হবে।

অনেকেই আছেন যারা ওজন কিছুটা কমে গেলে আর ডায়েটেশিয়ানের কাছে যান না। ফলে ওজন কমলেও পরে আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডায়েট শুরু করার পর ওজন কিছুটা কমার পর ডায়েটেশিয়ানের কাছ থেকে যথাযথ ডায়েট চার্ট তৈরি করতে হবে এবং নিয়মিত সেই চার্ট গুলো মানতে হবে।

আরো পড়ুন :
টিভিতে আজকের খেলা
আবারও ভক্তকে অবজ্ঞা করলেন রানু মণ্ডল!

ডায়েট শুরু করার আগে শারীরিক পরীক্ষা বিশেষ করে পুষ্টি পরিমাপক, কোনো নির্দিষ্ট রোগের কারণে ওজন বৃদ্ধি পাচ্ছে কি না তা নির্ণয় করতে হবে।

২৪ নভেম্বর, ২০১৯  at ১০:৩৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ইত্তে/এজে