শিবগঞ্জে চাকুরির প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জের ৬ যুবককে সরকারি বিভিন্ন দপ্তরে চাকুরী দেওয়ার কথা বলে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, থানায় মামলা, পলাতক প্রতারক আসামী মেহেদী হাসানকে ঢাকা থেকে গ্রেফতার।

থানার মামলা সূত্রে জানা গেছে গত দেড় বছর পূর্বে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের মোবারক আলীর ছেলে প্রতারক মোঃ মেহেদী হাসান (৪৩) ও জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কাচাকুল গ্রামের মৃত: হুদা মন্ডল এর ছেলে ঢাকা গামী একটি বাসের সুপার ভাইজার মোঃ আহসান হাবিব (৪৫) যোগসাজসে শিবগঞ্জ উপজেলার বেকার ৬ যুবককে সরকারি ফায়ার সার্ভিস ও আয়কর অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে চাকুরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন যাবৎ তারা মোবাইল বন্ধ রেখে পালিয়ে বেড়ায়।

ক্ষতিগ্রস্থ যুবকরা হলেন, রায়নগর ইউনিয়নের আচলাই গ্রামের শ্রী নির্মল চন্দ্র লাহার ছেলে শ্রী স্বপন কুমার লাহা, চকভোলাখাঁ গ্রামের একরাম আলীর ছেলে রবিউল ইসলাম, টেপাগাড়ী গ্রামের আঃ ছামাদ এর ছেলে আবু জাফর, অভিরামপুর গ্রামের মৃত: ইসমাইল মোল্লার ছেলে আঃ মান্নান, লক্ষীকোলা গ্রামের মোখলেছুর রহমান এর ছেলে আপেল মাহমুদ ও আচলাই গ্রামের মৃত: হাসেন আলীর ছেলে রায়হান আলী। প্রত্যেক যুবকের নিকট থেকে সু-কৌশলে টাকা নেওয়ার সময় চেক দিয়ে টাকা গ্রহন করে।

আরো পড়ুন:
বাঘাইছড়িতে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত ১ আসামী আটক
কোচিংয়ে যাওয়ার নামে শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে!

এ ব্যাপারে শনিবার বেকার যুবকদের সঙ্গে কথা বললে তারা কান্নায় ভেঙ্গে পরে। তারা অভিযোগ করে বলেন আমরা গরীব মানুষ বসত বাড়ির জায়গা ও গরু, ছাগল বিক্রি করে সরকারি চাকুরীর আশায় অতি বিশ্বাস করে তাদের হাতে সকলে মিলে অর্ধকোটি টাকা দিয়েছি।

আমরা কোন দিসকুল না পেয়ে অবশেষে গত ১৯ নভেম্বর ৬ বেকার যুবকদের পক্ষে রায়হান এর বড় ভাই খোরশেদ আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে। থানা পুলিশ গত ২১ নভেম্বর গোপন সূত্রে খবর পেয়ে পলাতক আসামী ঢাকার তেজগাঁও এলাকার একটি আবাসিক হোটেল থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা আলহাজ্ব এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার মূল আসামী প্রতারক কে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নভেম্বর ২৩, ২০১৯ at ২১:২৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরআইআর/এএএম