১১ দফা দাবিতে রাজশাহীর পাটকল শ্রমিকদের কর্মসূচি ঘোষনা

জাতীয় মজুরী কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর (পিপিপি) সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজশাহীতে, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়ন করার উদ্যোগে রাষ্ট্রায়ত্ব সকল পাটকল গেট সভার মাধ্যমে কর্মসূচী ঘোষণা করেছে পাটকল শ্রমিকরা।

শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজশাহী জুট মিলে রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ব্যানারে শ্রমিক সমাবেশে এ আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

আরও পড়ুন:
রাজশাহী জেলা আ’লীগে চমৎকার একটি নেতৃত্ব চান প্রধানমন্ত্রী: মেয়র লিটন
রাজনীতি নিজের জন্য নয়, রাজনীতি করতে গিয়ে বিপথে গেলে ছাড় নয়

রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম, মাসুদ রানা প্রমূখ।

নভেম্বর ২৩, ২০১৯ at ২০:০৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/এআই