ফুলবাড়ীতে পল্লীচিকিসৎকদের মাঝে সনদ বিতরণ ও কমিটি গঠন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পল্লীচিকিসৎকদের কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আর,এম,পি ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত ২১ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনি ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ৪০ জন পল্লীচিকিসৎকদের মাঝে সনদ বিতরণ করা হয়।সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আর,এম,পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার মোঃহেকমত আলী, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি গ্রাম ডাক্তার আবুল ফজল,কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি ডাক্তার তিন্ময় পাল, সাধারণ সম্পাক স্বদেশ চন্দ্র ও ফুলবাড়ী প্রশিক্ষণ সম্বয়কারী গ্রাম ডাক্তার কামরুজ্জামান প্রমুখ।

পরে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন:
সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, এপর্যন্ত আটক ২৩৬ জন, অনুপ্রবেশের অপেক্ষায় শতাধিক মানুষ
লালপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নতুন ভবনের উদ্বোধন

নভেম্বর ২৩, ২০১৯ at ১৮:১২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএল/এআই