কোটচাঁদপুর থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের আয়োজনে স্থানীয় থানা চত্তরে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলমের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্বরত) মিলু মিয়া বিশ্বাস। এ সময় তিনি সন্ত্রাস, মাদক, জঙ্গি ও গুজবের বিরুদ্ধে সবাই কে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কিছু অসাধু ব্যক্তি পুলিশের দায় পুলিশ বাহিনী নিবে না বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবিশ) শিরিন আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌর ফাড়ি ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মওলা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।

আরও পড়ুন:
সুনামগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কলা চাষ করেই স্বাবলম্বী শতাধিক পরিবার

মডেল থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) ইমরান আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, মিজানুর রহমান খান, আব্দুল মতিন, আব্দুল হান্নান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, সুুশীল সমাজ সহ নান শ্রেণী-পেশার মানুষ।

নভেম্বর ২৩, ২০১৯ at ১৬:৩৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআর/এআই