সুনামগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সুনামগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে জেলের তালা ভাঙ্গবো খালেদা জিয়াকে আনব এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে কামারখালী পয়েন্টের সামনে পুলিশ বাধাঁ দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, অ্যাড.মল্লিক সুহেল,  অ্যাড.মাশুক আলম, আ.ত.ম মিসবাহ, অ্যাড.শেরেনুর আলী, রেজাউল হক, আবুল কালাম, জেলা বিএনপির উপদেষ্ঠা কাজী আঙ্গুর মিয়া, যুগ্ম সম্পাদক নুর হোসেন, নাছিম উদ্দিন লালা, সুয়েব আহমদ, অ্যাড.জিয়াউর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন:
নাগেশ্বরী উপজেলায় ৭টি ঝুঁকিপূর্ণ সেতু
যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনের মাধ্যমে শুরু হচ্ছে নতুন যাত্রা

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারা বাংলাদেশের মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, খালেদা জিয়ার শারিরিক কোন ক্ষতি হলে এই মধ্য রাতের অবৈধ সরকার দায়ী হবে বলে জানান বক্তারা।

নভেম্বর ২৩, ২০১৯ at ১৫:২৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেএ/এআই