ইয়াবাসহ (ইউপি) সদস্য আটক ও ভেজাল খাবার বিক্রয়ের জন্য জরিমানা

রাজশাহীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব।  অপরএক অভিযানে ভেজাল খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ১ জন ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

২২শে নভেম্বর শুক্রবার র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১শে নভেম্বর  বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বারঘরিয়া বাজার থেকে ২,২৫৬ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী রঞ্জু খান (৩৫ )কে আটক করে। তিনি চার নম্বর বারঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বলে জানা গেছে। গতকাল শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

আরো পড়ুন :
রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে আটক- ৪৫
৩০টির বেশি গাছ কর্তন এমপির নাম ভাঙ্গিয়ে লাখ টাকার গাছ কেটে সাবাড়!

অপরদিকে ২১শে নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮ বোতল ইএফইএস,১৯ বোতল বাভারিয়ান,১০ বোতল রয়েল ঈগল, ৬ বোতল থ্রী হর্স, ৩ বোতল শোয়েপস, (মোট-২২.৭৫ লিটার বিদেশী এনার্জি ড্রিংক)সহ রবিউল ইসলাম (৩০)কে আটক করে । পরে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় র‌্যাব।

নভেম্বর ২২, ২০১৯ at ১৯:২৭:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/মরারা/এজে