ভারতের পশ্চিমবঙ্গে মশা মারতে ড্রোন ব্যাবহার!

মশার লারভার খোঁজ করে সেগুলোর বিনাশ করতে একটি ড্রোন সংগ্রহ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভা। ডেঙ্গু, মেলেরিয়া ও চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তাররোধে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহ্স্পতিবার এক শীর্ষ কর্মকর্তা গালফ নিউজকে এমন খবর নিশ্চিত করেছেন। পরীক্ষামূলক ড্রোনটির নাম দেওয়া হয়েছে বিনাশ। আর যা বিশতলা ভবনের উচ্চতা পর্যন্ত উড়তে সক্ষম হবে বলে জানা গেছে।

এ বিষয়ে কলকাতার ডেপুটি মেয়র অতিন ঘোষ বলেন, আমাদের করা যেসব জায়গায় যেতে পারবেন না; সেসব জায়গায় ড্রোনটি যেতে পারবে। তিনি আরও বলেন, ড্রোনটির একটি রোবোটিক হাত রয়েছে। যা পানি ও স্থল থেকে নমুনা সংগ্রহ করতে পারবে।

আরো পড়ুন :
“বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ” এর সাধারণ সম্পাদকের সাথে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাত ও যোগদান
যবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সমাপ্ত দ্বিতীয় দিনে একজনকে বহিষ্কার

অতিন ঘোষ আরও বলেন, আর নমুনাগুলো পরীক্ষা করার পরে যদি আমরা দেখতে পাই কোথাও মশার প্রজনন ক্ষেত্র রয়েছে; তাহলে ওই জায়গায় আমাদের কর্মীরা কীটনাশক স্প্রে করবে। এছাড়া কীটনাশক সংরক্ষণের জন্য একটি ড্রোনের সঙ্গে ধারক যুক্ত থাকবে।

নভেম্বর ২২, ২০১৯ at ১৮:৪৮:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/সক/এজে