টস জিতে গোলাপি টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে গোলাপি টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

 কাগজ প্রতিবেদক

 প্রকাশিত হয়েছে: November 22, 2019 , 1:24 pm

কলকাতার ইডেন গার্ডেনসে প্রথম দিবারাত্রির ঐতিহাসিক টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। দুই দলের ইতিহাসে এটাই প্রথম দিবারাত্রির টেস্ট। দলে দুটি পরিবর্তন নিয়ে ম্যাচ শুরু করছে টাইগাররা।

স্পিনার তাইজুল ইসলামের জায়গায় খেলছেন পেসার আল-আমিন হোসেন। নাঈম হাসান খেলছেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজের জায়গায়।

টস জিতলে আগেই ব্যাট করতেন ভারতীয় অধিনায়ক কোহলিও। তার এমন অভিমতে এটাই প্রমাণ করে যে টসের সিদ্ধান্তে বাংলাদেশ দলই মনস্তাত্ত্বিক জয় পেয়েছে।

গোলাপি বলের দিবারাত্রির টেস্ট বাংলাদেশের মতো ভারতের জন্যও এটিই প্রথম। যদিও ভারতীয় স্কোয়াডে থাকা মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, হানুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রিশাভ পান্ত, ইশান্ত শর্মা ও কুলদ্বীপ যাদবের ঝুলিতে এর আগেও দিবারাত্রি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে।

তবে বাংলাদেশের স্কোয়াডে থাকা কারোই দিবারাত্রির টেস্ট ম্যাচের অভিজ্ঞতা নেই। বলা যায়, বিশাল একটা অভিনব চ্যালেঞ্জই নিতে হচ্ছে টাইগারদের।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, আল-আমিন এবং নাইম হাসান।

ভারত স্কোয়াড: মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন আশ্বিন, উমেষ যাদব, মোহাম্মদ শামী, ইশান্ত শর্মা।