রাজশাহী পুলিশ লাইন সড়কের কাজ পরিদর্শন করলেন মেয়র লিটন

রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড় থেকে পুলিশ লাইন সড়কের এ্যাসফাল্ট কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মেয়র চলমান রাস্তার এ্যাসফাল্ট কার্পেটিং কাজ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি কাজের মান বজায় রেখে অতি দ্রুততম সময়ে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ডাব্লু ডি-০৬/১৯ প্যাকেজের আওতায় ভেড়িপাড়া মোড় থেকে পুলিশ লাইন শ্রীরামপুর হয়ে বাধের পাশ দিয়ে সীমান্ত নোঙর হয়ে সিপাইপাড়া ক্লাব পর্যন্ত এবং মাদ্রাসা মাঠের দক্ষিণ দিক থেকে কেন্দ্রীয় ঈদগাহ রোড পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তার কাজ চলমান রয়েছে। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ অতি দ্রুততম সময়ে শেষ হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানান।

আরও পড়ুন:
সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা
অস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পরিদর্শনকালে রাসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, রাজপাড়া থানা আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, শহীদ মামুন মাহমুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা, শিক্ষক মুকুল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তা, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবীর, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মদ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নভেম্বর ২১, ২০১৯ at ২০:৩৬:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/এআই